জন্ম ১৯০৯ সালের জুলাই মাসে ঢাকা বিক্রমপুর জেলার বিদগাঁও গ্রামে। পিতা ডাঃ সতীশচন্দ্র দাস (দাশগুপ্ত) মাতা সরোজিনী দেবী। কুমিল্লায় কিছুদিন থাকার পর পিতার নিকট কলকাতায় আসেন। বেথুন স্কুলে পড়াশোনা করেন। ১৯২৮ সালে ইঞ্জিনিয়ার অতুলচন্দ্র সেনের সঙ্গে বিবাহ হয়। সাহিত্য ও শিল্পে অনুরাগ বরাবরই ছিল। বেহালা বাজাতে ভালোবাসতেন। সুদীর্ঘকাল রামায়ণ চর্চা করতেন। তুলসীদাসকৃত 'রামচরিতমানস' ওঁর এতই প্রিয় ছিল যে অবশেষে উনি তার বাংলা অনুবাদে মনোনিবেশ করেন। মাত্র ৬৫ বছর বয়সে ওঁর দেহান্ত হয়।